ঢাবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৯:১১

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাজ কনফারেন্স হলে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিসোর্টস অ্যান্ড স্পা-র ম্যানেজিং ডিরেক্টর রেজিনা নাসের, ন্যাশনাল গ্রুপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিরুজ্জামান, ঢাকা ইন্টারকন্টিনেন্টাল-এর ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং রেজওয়ান মারুফ এবং রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মো. আল আমিন। ৩য় বর্ষের শিক্ষার্থী শান্তি চাকমা ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রাতুল ফারদিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

অনুষ্ঠানে প্রথম বর্ষের ১০ জন শিক্ষার্থীকে হেনা আলম বৃত্তি প্রদান করা হয়। এসময় ডিজিটাল ক্লাসরুমের বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন, জাহিদুল ইসলাম সুমন, সোহাগ হোসেন, মো. আবু ফায়েজ, নিশিহা ত্রিপুরা, মো. নায়েম মিয়া, শাহাদত, এম এম তৌহিদুজ্জামান রিয়াদ, আহনাফ আদিল, মো. রাকিবুল ইসলাম এবং মোহাম্মদ জুয়েল উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
পাবনার নগরবাড়ীতে আধুনিক নৌবন্দর চালু 
যশোরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
বৈষম্য বিরোধী আইন প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চেয়েছেন অ্যাটর্নি জেনারেল
উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর
আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে : তালেবান সরকার
১২ নভেম্বর ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি
লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬
১০