উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৯:৪৮

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুয়ান্ডা ও গণতান্ত্রিক কঙ্গো (ডিআর কঙ্গো) শুক্রবার উত্তেজনা প্রশমনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওয়াশিংটন শান্তি চুক্তি বাস্তবায়নে পুনরায় অঙ্গীকার করেছে, যদিও এই চুক্তি এখনও সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় খনিজ সমৃদ্ধ এবং বিস্তীর্ণ অঞ্চল রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা দখলে নেওয়ার পর গত জুনে ওয়াশিংটনে দুই প্রতিবেশী দেশ একটি চুক্তি স্বাক্ষর করে।

তবে স্থল হামলা অব্যাহত রয়েছে এবং সম্প্রতি গণতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স চিসেকেদি রুয়ান্ডার বিরুদ্ধে তার দেশের পূর্বাঞ্চল দখলের চেষ্টা করার অভিযোগ তুলেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই চুক্তিকে তার ‘সমাপ্ত’ করা যুদ্ধগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য উন্নত প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহের পথ খুলে দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে থেকে বলা হয়েছে, ‘ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষ অগ্রগতির ধীরগতি স্বীকার করেছে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে দ্বিগুণ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘উভয়পক্ষ শত্রুতামূলক কর্মকাণ্ড বা ভাষা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, বিশেষ করে রাজনৈতিক আক্রমণ বা এমন ভাষা যা আন্তর্জাতিক পরিসরে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করতে পারে।’

আলোচনায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার কাতার এবং আফ্রিকান ইউনিয়নও অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য  
১০