সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ২০:৪২
সুনামগঞ্জে আজ হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রতি বছরের মতো এবারও হোসেন আলী ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলায় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইউসুফ আহমদ এবং উপদেষ্টা আব্দুল হালিম। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর ও নর্থ ইস্ট আইডিয়াল কলেজের প্রভাষক রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল। এছাড়াও সমাজসেবক, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, ২০২২ সাল থেকে নিয়মিতভাবে ফাউন্ডেশনটি মেধাবৃত্তি প্রদান করে আসছে। এ বছর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর আগে ১৬৬ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় বৃত্তি পেয়েছে।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে এই বৃত্তি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
১০