
ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস): যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়ার আলোচনা ব্যর্থ হলেও আফগানিস্তানের তালেবান সরকার আজ শনিবার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে।
কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এটি বহাল থাকবে।
তিনি আরো বলেন, মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।