
কিশোরগঞ্জ, ৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল খাদ্য প্রস্তুত সহ বিভিন্ন অনিয়মের দায়ে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে মোট চারলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকালে এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানকালে জেলার সদর উপজেলার মুকসেদপুর এলাকার আলিফ আইসবার কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম ও শিশু খাদ্য উৎপাদনের অপরাধে দুইলাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়। এছাড়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত আরএস ফুড প্রোডাক্টসকে যথাযথ লেবেলিং না থাকা ও বিভিন্ন অনিয়মের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে সদরের একরামপুর এলাকার হক সুইটসকে একলাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।