প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ২০:৫৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাপানে অবস্থানরত বাংলাদেশিদের দায়িত্ববোধ ও সে দেশের আইন ও সামাজিক রীতি-নীতি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে আজ টোকিওতে বাংলাদেশ দূতাবাস এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

এক বার্তায় জানানো হয়, দূতাবাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের পরিচালক মাসাকাতসু মুরোতানি এবং এনএইচকে ওয়ার্ল্ড-জাপানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জাপানের বিভিন্ন প্রান্তে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি প্রবাসী এতে অংশগ্রহণ করেন।

প্রথম অধিবেশনে মুরোতানি বাংলাদেশি জনগোষ্ঠীকে জাপানের সংস্কৃতি, ঐতিহ্য ও আইন সম্পর্কে আরো সচেতন ও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

তিনি জাপানের বর্তমান শ্রম ও অভিবাসন নীতির ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব নীতিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরেন, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন।

দ্বিতীয় অধিবেশনে এনএইচকে ওয়ার্ল্ড-জাপান তাদের অভিবাসীবান্ধব বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে বাংলা ভাষায় ডিজিটাল প্ল্যাটফর্ম এবং জাপানি ভাষা শেখা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে সহায়ক ব্যবহারবান্ধব অ্যাপ্লিকেশন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জাপানে বসবাসের বিভিন্ন দিক নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, জাপানের পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি প্রবাসীদের সততা, শৃঙ্খলা এবং জাপানের আইন ও রীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও জাপানের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক পুনর্ব্যক্ত করেন এবং আশাবাদ ব্যক্ত করেন—এমন উদ্যোগের মাধ্যমে দু’দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরো জোরদার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
১০