কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ২০:২২

কুমিল্লা (দক্ষিণ), ৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল চাদর সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এককোটি ৬৫ লাখ ৬৭ হাজার পাঁচশ’ টাকা।  

আজ শনিবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করেছে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ানের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন তথ্যেও ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শালচাদর জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য এককোটি ৬৫ লাখ ৬৭ হাজার পাঁচশ’ টাকা।  

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ানের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। 


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
আসন্ন বিপিএলে তাসকিন-সাইফকে দলে নিয়েছে ঢাকা
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
১০