১২ নভেম্বর ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৯:৪০

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস): এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিজনেস অপরচুনিটি’ বিষয়ক একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

এডিবি জানিয়েছে, সেমিনারে বাংলাদেশে এডিবি অর্থায়িত প্রকল্প এবং এডিবির বেসরকারি খাতের কার্যক্রমের অধীনে চলমান ও আসন্ন ব্যবসায়িক সুযোগগুলো তুলে ধরা হবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকও অংশগ্রহণ করবে এবং তারা তাদের প্রকল্প পোর্টফোলিও এডিবির উপস্থাপনার পাশাপাশি তুলে ধরবে।

এই সেমিনারে দেশ ও বিদেশের ঠিকাদার, সরবরাহকারী, পরামর্শক, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি এবং কূটনৈতিক মিশন ও সরকারি সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশে এডিবির আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, এডিবির লিড ইনভেস্টমেন্ট অফিসার বিদ্যুৎ কুমার সাহা, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দিন আহমেদ, উইমেন’স চেম্বার অব কমার্স ইনিশিয়েটিভসুএর পরিচালক রিদমা খান, এডিবির সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট লিলা ধ্যানা ম্যালোরি, বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নাগারাজু দুথালুরি, বিশ্বব্যাংকের সিনিয়র প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মুলুগেটা ডিঙ্কা, এডিবির সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট মোহাম্মদ নজরুল ইসলাম, এডিবির অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার মশিউর রহমান, এডিবির অ্যাসোসিয়েট ওয়াটার রিসোর্সেস অফিসার সোহেল রানা, এডিবির সিনিয়র এডুকেশন অফিসার মো. ইয়াসিন আরাফাত, এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান ইনফ্রাস্ট্রাকচার) অমিত দত্ত রায় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও এডিবি উইং প্রধান এস. এম. জাকারিয়া হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য  
১০