চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৮:১৪
চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে আধুনিক ইমেজিং প্রযুক্তি। ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিকভাবে রোগের অবস্থান ও প্রকৃতি শনাক্ত করা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইমেজিং প্রযুক্তি এই নির্ভুলতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে সঠিক চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সহায়তা করছে, যা রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবসের আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।

রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আপ্যায়ন পর্ব, বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধু পরীক্ষা নয়, এটি চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড বা ডিজিটাল এক্স-রের নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য হয়ে উঠছে নির্ভরযোগ্য পথনির্দেশক।

তারা আরো বলেন, দেশের সরকারি ও বেসরকারি অনেক হাসপাতালে এখনো উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে। ফলে, অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। 

আলোচনা সভায় প্রফেসর ডা. আনিসুল মাওলা, প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা রেডিওলজিস্টরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
বৈষম্য বিরোধী আইন প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চেয়েছেন অ্যাটর্নি জেনারেল
উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতি রুয়ান্ডা-ডিআর কঙ্গোর
আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে : তালেবান সরকার
১২ নভেম্বর ‘বিজনেস অপরচুনিটি’ সেমিনার আয়োজন করছে এডিবি
লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন : হাসান উদ্দিন সরকার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : এমরান সালেহ প্রিন্স
১০