অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : হংকং ইন্টারন্যাশনাল সিক্সে টুর্নামেন্টে আজ প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানে হেরেছে বাংলাদেশ। 

এই হারে প্লেট পর্বে প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আগামীকাল প্লেটের প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

হংকংয়ের মং ককে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রথম ওভারে অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক উডকে ১০ রানে থামান বাংলাদেশের স্পিনার রাকিবুল হাসান। 

তিন নম্বরে নেমে ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করে বাংলাদেশের আরেক স্পিনার মোসাদ্দেক হোসেনের শিকার হন উইলিয়াম বোসিসতো।
 
৪৯ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের উপর ঝড় বইয়ে দেন ওপেনার বেন ম্যাকডারমট ও অধিনায়ক অ্যালেক্স রস। ২৩ বলে ১০০ রান যোগ করেন তারা। এতে ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 

ম্যাকডারমট ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে আহত অবসর নেন। ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করে আহত অবসর নেন রসও। 

বাংলাদেশের রাকিবুল ও মোসাদ্দেক ১টি করে উইকেট নেন। 

জবাবে ১৩ রান তুলে প্রথম ওভারেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৯ রানে চতুর্থ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। উপরের সারির চার ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। 

দুই ওপেনার হাবিবুর রহমান ও জিশান আলম ১টি করে ছক্কায় ২ বল খেলে ৬ রান করে করেন। 

তিন নম্বরে নামা অধিনায়ক আকবর আলি গোল্ডেন ডাক মারেন। ১টি ছক্কায় ৩ বলে ৭ রানে ফিরেন মোসাদ্দেক। 

পঞ্চম উইকেটে ৬০ রানের জুটিতে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন আবু হায়দার ও রাকিবুল। 

পঞ্চম ওভারে দলীয় ৭৯ রানে রাকিবুল থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আবু হায়দার। তার ২টি চার ও ৭টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৫০ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৬ ওভারে ৫ উইকেটে ৯৫ রান করে বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন ৩ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে তারুণ্যের উৎসব ঘিরে সাইকেল শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান 
ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হলেন বাংলাদেশের চপল
শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির বক্তব্য
দিনাজপুরে তারুণ্যের উৎসব ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান
দেড় বছরে কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু
বরিশালের বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুলসহ দু’জন কারাগারে
চট্টগ্রাম বিমানবন্দরে অবৈধ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ
দিনাজপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা
চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে কমলো ৫ পণ্যের দাম
১০