
ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (বাসস) : পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলংকা দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার এহসান মালিঙ্গা।
ত্রিদেশীয় সিরিজের আগে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার পাভান রত্নানায়েকে।
শ্রীলংকার হয়ে ৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছেন এহসানের। এবার টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন এহসান।
জাতীয় দলের হয়ে কোনো ফরম্যাটেই খেলেননি রত্নানায়েকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করার সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ পর্যন্ত ৭৯ ম্যাচে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২,৫১০ রান করেছেন রত্নানায়েকে।
হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না বাঁ-হাতি পেসার দিলশান মাদুশাঙ্কা। তার জায়গায় সুযোগ পেয়েছেন এসহান।
শ্বাসনালির সংক্রমণে দলে জায়গা পাননি আরেক পেসার মাথিশা পাথিরানা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার আসিথা ফার্নান্দো।
দশ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্যাটার ভানুকা রাজাপাকসে। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর দুটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপের দলে ছিলেন না রাজাপাকসে। সম্প্রতি এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ পারফরমেন্সে দলে ফিরেছেন তিনি।
দলে জায়গা পাননি দুই স্পিনার নুয়ানিদু ফার্নান্দো ও দুনিথ ওয়েলালাগে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চারিথ আসালঙ্কার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা।
১১ নভেম্বর থেকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে শ্রীলংকা। ১৭ নভেম্বর থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
শ্রীলংকা ওয়ানডে দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রত্ননায়েকে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুসমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও এহসান মালিঙ্গা।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, দুশান হেমান্থা, দুসমন্থ চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।