সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৫:২৫ আপডেট: : ০৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায়  নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

ফারিহা একাডেমিতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে নাসরিন সুলতানা  মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় ফারিহা একাডেমির উদ্যোগে ৫ম তম এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ২৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। মেধা বৃত্তি পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু করে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। গণিত, ইংরেজি ও বিজ্ঞান এই তিন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।  শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও সকাল থেকেই বিদ্যালয়ে এসে পৌঁছান।

অভিভাক হাসান মাহমুদ বলেন, মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠেছে। এসব পরীক্ষা সকল শিক্ষার্থীদের জন্য কল্যাণকর। পরীক্ষার কথা শুনলে শিক্ষার্থীরা বেশি সময় পড়াশোনায় মন দেয়। যারা পড়াশোনায় কিছুটা দুর্বল তারাও এগিয়ে যাচ্ছে।

বৃত্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে  ক্লাসের পরীক্ষা আসলে একটু চিন্তা হতো বেশি।কিন্তু বিভিন্ন সময়ে বৃত্তি পরীক্ষা দেওয়ার কারণে সেই চিন্তা এখন আর নেই।পরীক্ষা দেওয়ায় আমাদের পড়াশোনা আরো ভালো হচ্ছে। এরকম পরীক্ষা যত বেশি দিতে পারবো তত ভালো হবে শিক্ষার্থীদের জন্য।

ফারিহা একাডেমি পরিচালক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছর ফারিহা একাডেমি শিক্ষার্থীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এবছর জেলার বিভিন্ন উপজেলার ২৭০ জন শিক্ষার্থীকে নিয়ে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আগামী ডিসেম্বরের ১৫ তারিখে মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

এসময় মেধা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এ্যাড.মাহবুবুল হাছান শাহীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত
বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার সমাপনী
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে ছাত্রদলের আলোচনা সভা 
বিএমইউতে আন্তর্জাতিক রেডিওলজি দিবস ২০২৫ উদযাপিত
আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে: শফিকুল আলম
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
১০