
মুন্সীগঞ্জ, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি মো. নাহিদকে (৩৪) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃত নাহিদ গজারিয়া থানার তেতৈতলা গ্রামের কামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার শেষরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি নাহিদকে গ্রেপ্তার করা হয়।
গত ২ নভেম্বর গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের দক্ষিণপাড়ায় সেনা সদস্য হাজী মো. ফজলুর হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৩ লাখ টাকা নগদসহ ৩২ ভরি স্বর্ণালংকার এবং ৯টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ জানান, গ্রেপ্তারকৃত নাহিদ সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সন্দেহ করা হচ্ছে ওই ডাকাতির ঘটনার সঙ্গে সে জড়িত। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।