আদমদিঘীতে বিড়াল হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:১৫

বগুড়া, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে বিড়ালকে গলা কেটে হত্যায় অভিযুক্ত বুলবুলি বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, বুধবার বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেনের বিড়াল হত্যার অপরাধে বুলবুলি বেগমের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক মহিলা একটি বিড়ালের গলা কেটে হত্যা করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রাণিপ্রেমীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, আমরা প্রতিটি প্রাণের প্রতি নির্মমতার বিরুদ্ধে লড়ে চলেছি। এই ঘটনার বিচার হওয়া জরুরি। অভিযুক্তকে গ্রেপ্তারের মাধ্যমে আইন যে কাজ করছে, তা প্রাণি কল্যাণে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

সংগঠনটি জানায়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বিষয়টি জানতে পেরে গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন এবং আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

সংগঠনের প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল এই চেতনাকে সামনে রেখে আমরা কাজ করছি। এমন নিষ্ঠুর কাজে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অমানবিক কাজ করার সাহস না পায়।

আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগের পর অভিযুক্ত বুলবুলি বেগমকে দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিপাহী-জনতার বিপ্লব দেশপ্রেমের অনন্য নজির : ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী
ঐকমত্য কমিশনের খরচ নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
আবারও ব্যর্থ পাক-আফগান শান্তি আলোচনা: অভিযোগ কাবুলের
ব্রাজিলে টর্নেডোর আঘাতে ৫ জনের মৃত্যু, আহত ১৩০
রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের
জলবায়ু রহস্যের সূত্র মিলছে পামির পর্বতের বরফে
সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ উদ্ধার করল ইইউ নৌবাহিনী
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
গাজায় জিম্মির লাশ পেয়েছে রেডক্রস
লালমনিরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে গাঁজা জব্দ
১০