শিরোনাম
ঢাকা, ৪ মার্চ, ২০২৪ (বাসস) : হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও কেশব রায় চৌধুরী। এরমধ্যে সাইফুর রহমান একজন ও কেশব রায় আদালতে দু’জন আসামির জবানবন্দি রেকর্ড করেছিলেন।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর আদালত আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১২ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।
এরআগে গত ২৮ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এদিন দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম মামলাটি রায় থেকে উত্তোলন করে দু’জন ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করেন। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত মামলার সাক্ষ্য গ্রহণের জন্য এদিন ধার্য করেন।
এর আগে গত ২৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।