শিরোনাম
ঢাকা, ১৬ মার্চ, ২০২৪ (বাসস) : দ্রুততম সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন পাশ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র এক যৌথ সভায় এ আহবান জানানো হয়।
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস সভাপতি মো. আলমগীর হোসেন খান, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেনের মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস শ্রমিক ফেডারেশনের মহাসচিব মোশতাক আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল আহসান, সহ-সভাপতি মো. ফারুক আহাম্মেদ ভূঁইয়া, মো. বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. মমিনুল হক, নির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও কাউসার আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স যৌথভাবে ঘোষিত দশম ওয়েজবোর্ডসহ ১০ দফা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
তারা সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের দীর্ঘ দিনের প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেন।