শিরোনাম
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৪ (বাসস) : আগামী ২০ এপ্রিল বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ ফুটবল টূর্নামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
টুর্নামেন্ট উপলক্ষে আগামীকাল ১৭ এপ্রিল, বুধবার বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বক্তব্য রাখবেন। এসময় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত থাকবেন।