গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১ আপডেট: : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৪
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহতদের দেখতে যান। ছবি : বাসস

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহতদের দেখতে যান এবং হামলায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবেনা। এদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বাসসকে সকালে জানিয়েছেন, গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে এনে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা।

আহতরা জানিয়েছে, মোজাম্মেল হকের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় মানবিক করিডোর খোলার শর্তে জিম্মিদের কাছে সাহায্য সরবরাহ করার অনুমতি দেওয়া হবে: হামাস
পার্বত্য চট্টগ্রামে মানুষের জীবনমান উন্নয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: পার্বত্য উপদেষ্টা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৯৮৩টি মামলা
বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা সেমিনার
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু
ঝিনাইদহে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
রংপুরের কাউনিয়ায় দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু, আহত ১৩
জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
ইয়েমেনের উপকূলে নৌকাডুবিতে ২৭ অভিবাসীর প্রাণহানি
গাজায় ইসরাইলি জিম্মিরা কোন বিশেষ খাদ্য সুবিধা পাবে না:  হামাস 
১০