শিরোনাম
ঢাকা, ৬ মে, ২০২৪ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, অসম্প্রদায়িক রাজনীতি এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আহসান উল্লাহ মাস্টারের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
আজ জাতীয় প্রেসক্লাবে বরেণ্য রাজনীতিবিদ শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
আগামীকাল ৭ মে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ২০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ স্মৃতি পরিষদের পক্ষ থেকে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেইন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস হোসেন, প্রবীণ সাংবাদিক আশরাফ খান, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবির ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, আহসান উল্লাহ মাস্টার একাধারে বীরমুক্তিযোদ্ধা, জাতীয় শ্রমিক নেতা, সাবেক এমপি, বরেণ্য রাজনীতিবিদ। তাই স্বাধীনতাবিরোধীদের নীল নকশায় আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়।
তিনি বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর, ২০০৪ এর ২১ আগস্ট এবং আহসান উল্লাহ মাস্টার হত্যাকা- একই সূত্রে গাঁথা। আহসান উল্লাহ মাস্টারের মত নিবেদিতপ্রাণ নেতা যারা ছিলেন, স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন সময় তাদের হত্যা করেছে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে এসব হত্যাকা- সংঘটিত হয়। আহসানউল্লাহ মাস্টারের হত্যার রায় বাস্তবায়নের মধ্য দিয়ে অচিরেই জাতি কলঙ্কমুক্ত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী চক্র রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশের মুক্তিযোদ্ধাসহ জনপ্রিয় ও আদর্শবান রাজনীতিবিদদের হত্যা করেছে।
ওমর ফারুক বলেন, শ্রমজীবী মানুষের খেটে খাওয়া মানুষের নেতা আহসান উল্লাহ মাস্টারের মতো নেতার আ জবড় অভাব। তিনি ছিলেন কর্মী ও সমর্থক বান্ধব একজন আদর্শবান জনপ্রিয় জননেতা।
আজিজুল ইসলাম ভুইয়া বলেন, সাধারণ মানুষের কল্যাণে সব সময় নিবেদিত ছিলেন আহসান উল্লাহ মাস্টার। তার মতো নীতিবান আদর্শ নেতার নিয়ে যতবেশি আলোচনা হবে নতুন প্রজন্ম ততবেশি উপকৃত হবে।
শ্যামল দত্ত বলেন, একজন শিক্ষক থেকে শ্রমিক নেতা ও রাজনীতিবিদ হিসেবে আহসান উল্লাহ মাস্টারের অবদান দেশ ওজাতি সব সময় স্মরণ করবে।