মাঘ শেষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
মাঘের শেষে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই শীতের দাপট। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : মাঘের শেষে এসে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। এক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।  কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উঠানামা করছে। ঠান্ডা বাতাসে এলাকার পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা ও বেড়ে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৫-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।  

চুয়াডাঙ্গা পৌর এলাকার আরাম বাড়ার বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা অনেকটা কমে গিয়েছিল। ধরেই নিয়েছিলাম শীত বিদায় নিচ্ছে।  তবে আজ ভোর থেকে হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে। শীতে হাত মুখ টাটিয়ে (অবশ) হয়ে যাচ্ছে।  

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বাসসকে বলেন, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা এরকম থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০