মাঘ শেষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
মাঘের শেষে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই শীতের দাপট। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : মাঘের শেষে এসে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। এক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।  কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উঠানামা করছে। ঠান্ডা বাতাসে এলাকার পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা ও বেড়ে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৫-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।  

চুয়াডাঙ্গা পৌর এলাকার আরাম বাড়ার বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা অনেকটা কমে গিয়েছিল। ধরেই নিয়েছিলাম শীত বিদায় নিচ্ছে।  তবে আজ ভোর থেকে হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে। শীতে হাত মুখ টাটিয়ে (অবশ) হয়ে যাচ্ছে।  

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বাসসকে বলেন, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা এরকম থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসএসসি’র গণিত পরীক্ষায় সিলেটে অনুপস্থিত ১১০৭ জন
বিচার সেবা প্রদানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ 
চেলসি ম্যানেজার মারসেকা এক ম্যাচ নিষিদ্ধ
টিপু মুনশি ও তার স্ত্রীর জমি জব্দ, ব্যাংক ও শেয়ার অবরুদ্ধ
সেপ্টেম্বরে নিজস্ব ভবনে যাচ্ছে ডিএমপি’র ১০টি থানা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুপ্রিম কোর্ট হেল্প লাইনে রোববার পর্যন্ত ২০২৬ কল গ্রহণ করা হয়েছে
বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪২
বিপন্ন প্রজাতির মাছ রক্ষায় বাগেরহাটে প্রদর্শনী
১০