মাঘ শেষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
মাঘের শেষে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই শীতের দাপট। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : মাঘের শেষে এসে চুয়াডাঙ্গায় হঠাৎ করেই শীতের দাপট বেড়ে গেছে। এক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।  কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উঠানামা করছে। ঠান্ডা বাতাসে এলাকার পরিবেশ আরও শীতল হয়ে উঠেছে। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা ও বেড়ে যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১৫-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।  

চুয়াডাঙ্গা পৌর এলাকার আরাম বাড়ার বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, গত কয়েকদিন শীতের তীব্রতা অনেকটা কমে গিয়েছিল। ধরেই নিয়েছিলাম শীত বিদায় নিচ্ছে।  তবে আজ ভোর থেকে হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা পড়ছে। শীতে হাত মুখ টাটিয়ে (অবশ) হয়ে যাচ্ছে।  

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বাসসকে বলেন, সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা এরকম থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৪৯২
রংপুরে ধান ক্ষেতে সমন্বিত চাষে বদলে গেল কৃষকের ভাগ্য
সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক
ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড
পর্তুগালে নির্বাচনে মধ্য-ডানপন্থীরা এগিয়ে
দিনাজপুর হাবিপ্রবি'র স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি ২১ ও ২২ মে
জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
‘ভাদ্রা’:  যেন এক ঝুলন্ত কানের দুল
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৩৩, অর্ধেকেরও বেশি শিশু : উদ্ধারকারি
সীতাকুণ্ডে সমুদ্রে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
১০