রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:১০
ছবি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেইজ

রাজশাহী, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রাকসু প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম এ প্যানেলের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্যানেলে ভিপি পদে শাখার সভাপতি মাহবুব আলম, জিএস পদে সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ মনোনীত হয়েছেন।

মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, ‘আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আজ আমরা এই প্যানেল ঘোষণা করলাম। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ খোলা রয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ভিপি প্রার্থী মুহাম্মদ মাহবুব আলম বলেন, ‘রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা দীর্ঘদিনের নেতৃত্বশূন্যতা থেকে মুক্তি পাবে এবং নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি- ভোটকেন্দ্র যেন হলে না করে একাডেমিক ভবনে স্থাপন করা হয়, যাতে পেশিশক্তি ও আধিপত্য বিস্তারের প্রভাব কমে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়।’

তিনি প্যানেলের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে তারা শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত ও মান উন্নয়ন, রেজিস্ট্রার অফিসের সম্পূর্ণ ডিজিটালাইজেশন, নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, হলে ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, বিভাগ ও হলে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সেবার মানোন্নয়ন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিতকরণ, সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা এবং প্রশাসনকে বাধ্য করে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
১০