
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলন’-এ বাংলাদেশ পর্যাপ্ত ও পূর্বাভাসযোগ্য আর্থিক সম্পদ এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। কাতারের দোহায় ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ সচিব সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন, যেমন ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসা মডেলের ওপর ভিত্তি করে বাংলাদেশের জনকেন্দ্রিক উন্নয়ন মডেল তুলে ধরেন।
এর পাশাপাশি তিনি স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মুখোমুখি চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সীমিত আর্থিক স্থান, ঋণের বোঝা বৃদ্ধি এবং জলবায়ু সৃষ্ট দুর্যোগ।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের বিশাল মানবিক দায়িত্বের ওপরও আলোকপাত করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধিরা।