এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২১:৩৪
প্রকৌশলী জাবেদ করিম। ছবি : সংগৃহিত

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী জাবেদ করিম।

সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদানপূর্বক তার নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

প্রকৌশলী জাবেদ করিম এর আগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও বাস্তবায়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রশাসনিক ও কারিগরি অভিজ্ঞতার অধিকারী এই প্রকৌশলী সংস্থাটির গ্রামীণ সড়ক, সেতু, অবকাঠামো উন্নয়ন ও টেকসই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব পেয়ে তিনি সংস্থার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এলজিইডি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ দেশের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নকারী সরকারি সংস্থা হিসেবে এলজিইডির সামনে টেকসই উন্নয়ন, গুণগত মান রক্ষা ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের বড় চ্যালেঞ্জ রয়েছে। জাবেদ করিমের নেতৃত্বে সংস্থাটি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে প্রকৌশলী জাবেদ করিমের নিবিড় সম্পর্ক ভবিষ্যতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

পূর্ববর্তী প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন গত ২৬ অক্টোবর অবসরে যান। তার অবসরের পর প্রায় ১০ কর্মদিবস এলজিইডি প্রধানবিহীন থাকায় প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা দেখা দেয়। নতুন প্রধান প্রকৌশলীর নিয়োগে সেই শূন্যতা পূরণ হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
১০