হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৩
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। কোলাজ : বাসস

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুল হাসানকে জেরা করেন আসামি খোরশেদের আইনজীবী। 

জেরা শেষ না হওয়ায় আগামী ১০ নভেম্বর জেরার জন্য দিন ধার্য করা হয়।

এর মধ্যে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৯ জন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার জেরা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২৮ জনের।এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এস এম রাশেদুল হাসানের জেরা অব্যাহত রয়েছে।

তবে, আজ শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য রয়েছে। এ মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২২ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
আফগানিস্তানে আফিম চাষ ২০ শতাংশ কমেছে : জাতিসংঘ
সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর প্রচারের নিন্দা জানিয়েছে বিজিবি
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঢাবি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৪ শিক্ষার্থী ও ৩০ শিক্ষক
বিলাতি ধনিয়ার চাষ বদলে দিচ্ছে নরসিংদীর তিন উপজেলার কৃষি অর্থনীতি
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত  ‎
চট্টগ্রাম বন্দরে ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ পপি সিড আটক
খুলনায় রবি মৌসুমে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে ৯ লাখ টন
বরিশালে নারী উদ্যোক্তাদের পণ্যসামগ্রীর কোটি কোটি টাকার বাজার তৈরি হয়েছে
১০