মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আজ বৃহস্পতিবার জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে অস্ত্র চোরাচালান রোধে সেনাবাহিনীকে মিশর সীমান্তবর্তী এলাকাকে একটি বন্ধ সামরিক অঞ্চলে পরিণত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে কাৎজ বলেন, আমি আইডিএফ’কে ইসরাইল-মিশর সীমান্ত-সংলগ্ন এলাকাকে একটি বন্ধ সামরিক অঞ্চলে পরিণত করতে এবং দেশের নিরাপত্তায় ড্রোন হুমকি মোকাবিলায় নিয়ম-নীতি সংশোধন করার নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার গাজার যুদ্ধের অংশ এবং এটি আমাদের শত্রুদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি থামাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইসরাইল ও মিশরের মধ্যে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।

গত রোববার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা একটি ড্রোন শনাক্ত করেছে, যা পশ্চিম দিক থেকে ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করে অস্ত্র পাচারের চেষ্টা করছিল। সেনাবাহিনী ড্রোনটি আটক করে। তাতে আটটি বন্দুক ছিল।

গত মঙ্গলবার সেনাবাহিনী জানায়, তারা আরেকটি চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে, যেখানে একটি ড্রোনের সাহায্যে ১০টি পিস্তল বহন করে  ‘পূর্ব সীমান্ত থেকে’ ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করানো হচ্ছিল। 

আজ কাৎজ বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং কেউ নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে তাকে লক্ষ্যবস্তু বানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির কাৎজের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, সেখানে যে চোরাচালান হয়, তা সন্ত্রাসী উদ্দেশ্য চরিতার্থে ব্যবহৃত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
১০