ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত  ‎

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:১৯
আজ ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত । ছবি : বাসস ‎

ঝালকাঠি, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলায় ‘তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা—বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ’ শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম‎াবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা জামান।     

জেলা তথ্য অফিসার লেলিন বালার সভাপতিত্বে ‎অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
‎‎
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পৃথিবীতে ৮৫০ কোটি মানুষের অর্ধেকের বেশিই নারী, তাই সমাজ ও পরিবারের উন্নয়নে নারীদের ভূমিকা অপরিসীম। একটি শিশু লালন-পালনে ৮০ শতাংশ দায়িত্ব নারীরাই পালন করে থাকেন। 

তিনি বলেন, সন্তানের চরিত্র ও নৈতিকতা নির্ভর করে তার লালন-পালনের ওপর। নৈতিকতার গুণে বড় করে তোলা সন্তানই সমাজে সৎ মানুষ হিসেবে গড়ে ওঠে। ছেলে-মেয়েরা যেন কখনো মাদক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়-সেদিকে খেয়াল রাখতে হবে। 

জেলা প্রশাসক আরও বলেন, আমাদের দেশে নৈতিকতার চর্চা কমে গেছে। যৌতুক ও বাল্যবিবাহের মতো কুসংস্কার দূর করতে হলে নারীদের স্বাবলম্বী হতে হবে। কর্মসংস্থান ও উদ্যোগের মাধ্যমে সমাজে নারীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল ৭ নভেম্বর : রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত  
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
লক্ষ্মীপুরে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে 
চাদে পানি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩৩
বোলারদের নৈপুণ্যে সিরিজে লিড নিল ভারত
ভোলায় কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক
ফ্রান্সে বাগান খননকালে মিললো ৮ লাখ ডলারের গুপ্তধন
অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত সদস্য গ্রেফতার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
১০