বোলারদের নৈপুণ্যে সিরিজে লিড নিল ভারত

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : বোলারদের দুর্দান্ত নৈপুন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিড নিল ভারত। আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে রান বিবেচনায় এটিই বড় জয় টিম ইন্ডিয়ার। 

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর দ্বিতীয়টিতে ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল। 

কারারাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ৪০ বলে ৫৬ রানের শুরু এনে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। ৩টি চার ও ১টি ছক্কায় ২১ বলে ২৮ রান করে ফিরেন অভিষেক। তিন নম্বরে নেমে ১৮ বলে ২২ রানের বেশি করতে পারেননি শিবম দুবে। 

দলীয় ৮৮ রানে দুবে ফেরার পর ১৬ বলে ৩৩ রানের জুটিতে রানের গতি বাড়ান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। গিল ৪ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৪৬, সূর্য ১০ বলে ২ ছক্কায় ২০, তিলক ভার্মা ৫ ও উইকেটরক্ষক জিতেশ শর্মা ৩ রানে আউট হন। 

১৩৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও ভারতকে লড়াকু পুঁজি এনে দেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। সুন্দরের ৭ বলে ১২ ও প্যাটেলের ১১ বলে অপরাজিত ২১ রানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান পায় ভারত। অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস ও এডাম জাম্পা ৩টি করে উইকেট নেন। 

১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ৩৭ রানের সূচনা পায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ১৯ বলে ২৫ রানে থামেন ওপেনার ম্যাথু শর্ট। তিন নম্বরে নামা জশ ইংলিশকে নিয়ে রানের চাকা সচল রাখেন অসি দলনেতা ও ওপেনার মিচেল মার্শ। তবে পরপর দুই ওভারে ইংলিশ ও মার্শের বিদায়ে খেই হারায় অস্ট্রেলিয়া।

ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৮.২ ওভারে ১১৯ রানে গুটিয়ে হার বরণ করে নেয় অসিরা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন মার্শ। শর্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের পর অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস ১৭ ও টিম ডেভিড ১৪ রান করেন।

সুন্দর ৩টি ও প্যাটেল-দুবে ২টি করে উইকেট নিয়ে ভারতের জয়ে অবদান রাখেন। ম্যাচ সেরা হন প্যাটেল। 

আগামী ৮ নভেম্বর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
১০