বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২০:৫৮

বরগুনা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বরগুনার আমতলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেড় হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।

জব্দকৃত এসব জাটকার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার সকালে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে সেগুলো দু:স্থ, এতিম ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো: মুহসিন খান।

জানা গেছে, অভিযান চলাকালে সৈকত ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনক দুটি টমটম তল্লাশি করে ২৫ কার্টুন জাটকা পাওয়া যায়। জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা নয়ন ঘরামী ও আমতলী থানার এসআই শহীদুলের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে  বিতরণ করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট নাকিব নাসিরুল্লাহ বলেন,  মৎস্যসম্পদ রক্ষায় ও অবৈধভাবে জাটকা শিকার প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
১০