
বরগুনা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বরগুনার আমতলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেড় হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব জাটকার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার সকালে আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈকত ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে সেগুলো দু:স্থ, এতিম ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো: মুহসিন খান।
জানা গেছে, অভিযান চলাকালে সৈকত ফিলিং স্টেশনের সামনে সন্দেহজনক দুটি টমটম তল্লাশি করে ২৫ কার্টুন জাটকা পাওয়া যায়। জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা নয়ন ঘরামী ও আমতলী থানার এসআই শহীদুলের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট নাকিব নাসিরুল্লাহ বলেন, মৎস্যসম্পদ রক্ষায় ও অবৈধভাবে জাটকা শিকার প্রতিরোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।