স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২১:২৭

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : গ্রিনপিস আজ বৃহস্পতিবার জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় স্লোভাকিয়ার ভালুক নিধনের বিরুদ্ধে তারা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি অভিযোগ দায়ের করেছে।

ওয়ারশো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্লোভাক সরকার এপ্রিল মাসে ৩৫০টি কার্পাথিয়ান বাদামি ভালুক হত্যার অনুমোদন দিয়েছে। কারণ হিসেবে ‘ভালুক মানুষের জন্য বিপজ্জনক’ এবং এদের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।

গ্রিনপিসের পোল্যান্ড শাখার মুখপাত্র কাটারজিনা বিলেভস্কা বৃহস্পতিবার এএফপি’কে বলেন, ‘গ্রিনপিস স্লোভাক সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছে। কারণ, এই ভালুক নিধনের ঘটনাগুলো পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি ঘটছে।’

গ্রিনপিস পোল্যান্ডের কর্মী আলেক্সান্দ্রা ভিক্টর বলেন, ভালুকরা প্রায়ই স্লোভাকিয়ার সীমান্ত অতিক্রম করে। স্লোভাক সরকারের গণহারে ভালুক নিধনের সিদ্ধান্ত পোল্যান্ডে বসবাসকারী এই প্রজাতির (প্রায় ১৩০টি) ভালুকের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।

তিনি আরো বলেন, ‘ভালুক সীমান্তের ধারণা বোঝে না।’

পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে স্লোভাকিয়াকে অনুরোধ করেছে, যেন অন্তত ৩০ কিলোমিটার (১৯ মাইল) সীমান্ত অঞ্চলের মধ্যে ভালুক নিধন থেকে বিরত থাকে। তবে এই অনুরোধ উপেক্ষা করা হয়েছে।

স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুসরণ করতে বাধ্য। এ নির্দেশনায় শুধু তখনই ভালুক নিধনের অনুমতি রয়েছে, যখন তারা বস্তুগত ক্ষতি করে বা মানব জীবনের জন্য হুমকি সৃষ্টি করে এবং যখন কেউ নিরুপায় হয়ে পড়ে। 

স্লোভাকিয়ায় এ বছর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২০টি ভালুকের আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, স্লোভাকিয়ায় বর্তমানে ১ হাজার  থেকে ১ হাজার ২৭৫টি ভালুক রয়েছে।

গত বছর দেশটিতে ৯২টি ভালুককে হত্যা করা হয়েছিল এবং এ বছর আরো ১৬০টি ভালুক হত্যা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রের জনসংখ্যা ৫৪ লাখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
১০