স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২১:২৭

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : গ্রিনপিস আজ বৃহস্পতিবার জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় স্লোভাকিয়ার ভালুক নিধনের বিরুদ্ধে তারা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি অভিযোগ দায়ের করেছে।

ওয়ারশো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

স্লোভাক সরকার এপ্রিল মাসে ৩৫০টি কার্পাথিয়ান বাদামি ভালুক হত্যার অনুমোদন দিয়েছে। কারণ হিসেবে ‘ভালুক মানুষের জন্য বিপজ্জনক’ এবং এদের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।

গ্রিনপিসের পোল্যান্ড শাখার মুখপাত্র কাটারজিনা বিলেভস্কা বৃহস্পতিবার এএফপি’কে বলেন, ‘গ্রিনপিস স্লোভাক সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছে। কারণ, এই ভালুক নিধনের ঘটনাগুলো পোল্যান্ড সীমান্তের খুব কাছাকাছি ঘটছে।’

গ্রিনপিস পোল্যান্ডের কর্মী আলেক্সান্দ্রা ভিক্টর বলেন, ভালুকরা প্রায়ই স্লোভাকিয়ার সীমান্ত অতিক্রম করে। স্লোভাক সরকারের গণহারে ভালুক নিধনের সিদ্ধান্ত পোল্যান্ডে বসবাসকারী এই প্রজাতির (প্রায় ১৩০টি) ভালুকের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।

তিনি আরো বলেন, ‘ভালুক সীমান্তের ধারণা বোঝে না।’

পোল্যান্ড আনুষ্ঠানিকভাবে স্লোভাকিয়াকে অনুরোধ করেছে, যেন অন্তত ৩০ কিলোমিটার (১৯ মাইল) সীমান্ত অঞ্চলের মধ্যে ভালুক নিধন থেকে বিরত থাকে। তবে এই অনুরোধ উপেক্ষা করা হয়েছে।

স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুসরণ করতে বাধ্য। এ নির্দেশনায় শুধু তখনই ভালুক নিধনের অনুমতি রয়েছে, যখন তারা বস্তুগত ক্ষতি করে বা মানব জীবনের জন্য হুমকি সৃষ্টি করে এবং যখন কেউ নিরুপায় হয়ে পড়ে। 

স্লোভাকিয়ায় এ বছর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ২০টি ভালুকের আক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, স্লোভাকিয়ায় বর্তমানে ১ হাজার  থেকে ১ হাজার ২৭৫টি ভালুক রয়েছে।

গত বছর দেশটিতে ৯২টি ভালুককে হত্যা করা হয়েছিল এবং এ বছর আরো ১৬০টি ভালুক হত্যা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রের জনসংখ্যা ৫৪ লাখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
১০