বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২০:৫৮
ছবি : বাসস

বগুড়া, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন । 

আজ বৃহস্পতিবার বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাকির মোড়, উপশহর, সুলতানগঞ্জ, নামাজগড়, গোয়ালগাড়ী, নিশিন্দারা এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়। 

পথসভায় ভিপি সাইফুল ইসলাম বলেন, বিগত দিনে তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে, তা আর কেউ করেনি। তাই আগামী নির্বাচনে তাকে রেকর্ড সংখ্যক ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে আবারো বগুড়ার সকল উন্নয়ন কাজ করতে হবে। 

তিনি বলেন, আমাদের নেতা-কর্মীরা ধানের শীষে ভোট চাইতে ‘ডোর টু ডোর’ সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে স্বপ্নের বগুড়া গড়তে ধানের শীষে ভোট দিন। বগুড়ার সামগ্রিক উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করুন।

গণসংযোগে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহ্ মো. মেহেদী হাসান হিমু, সৈয়দ আব্দুল গফুর দারা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, রাশেদুল ইসলাম, এখতিয়ার উদ্দিন রানা, জিয়াউর রহমান জিয়া, স্বাধীন আহমেদ, চঞ্চল, আতিক মল্লিক, দিপু, আলাউদ্দিন সাইমুম ইসলাম, ওহাব, ঠান্ডা, রাজু, মহরম আসিফ, মুন্না, সৈয়দ নাহিদ, আরিফিন, লিমন, রিয়াদ, রাব্বি, মাহিউল, নিয়ামুল ও মেজবাউল।

এ সময় বগুড়া-৬ আসনে তারেক রহমান ও বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জনসাধারণকে মিষ্টিমুখ করান ভিপি সাইফুল ইসলাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
১০