রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২১:০৫

রাজশাহী, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ রাজশাহী অঞ্চলে পর্যটন প্রসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ চার দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু হয়েছে।

টানা তৃতীয় বছরে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এই মেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও  উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মতিয়ার রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা অধ্যাপক এস. এম. কামরুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন সভাপতিত্ব করেন।

মূল প্রবন্ধে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ এই অঞ্চলের পর্যটন সম্ভাবনার দিক তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় পর্যটকরা এই খাত পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরো জানান, দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের জন্য ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

চার দিনব্যাপী এই আয়োজনে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকসংগীত, আলোচনাসভা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
১০