বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২১:০৩

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য লেরয় সানেকে দলে ফিরিয়েছে জার্মানী। কোচ জুলিয়ান নাগলেসম্যানের ২৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন সাইদ এল মালা।  

কোলনের ১৯ বছর বয়সী এল মালা বুন্দেসলিগায় মাত্র ৯ ম্যাচ খেলে গোল করেছেন চারটি।

নিউক্যাসল ডিফেন্ডার মালিক থিয়াও দুই বছরের অনুপস্থিতি শেষে আবারো জাতীয় দলে ফিরেছেন। অন্যদিকে ব্রেন্টফোর্ডের কেভিন শাডে ২০২৪ সালের প্রথমবারের মত নাগলেসম্যানের দলে ডাক পেয়েছেন। 

চারজন খেলোয়াড় রবার্ট এ্যানড্রিড, রবিন কোচ, এ্যাঞ্জেলো স্টিলা ও ম্যাক্সিমিলিয়ান বিয়েয়ার অক্টোবরের দল থেকে বাদ পড়েছেন। 

ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের সাবেক উইঙ্গার সানে এবারের গ্রীষ্মে টার্কিশ ক্লাব গ্যালাতাসারেতে নাম লিখিয়েছেন। সর্বশেষ জুনে তিনি জার্মানীর হয়ে খেলেছিলেন।

নাগলেসম্যান বলেছেন চ্যাম্পিয়ন্স লিগে ভাল পারফরমেন্সের পুরস্কার হিসেবে সানেকে দলে নেয়া হয়েছে। ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সানে গ্যালাতাসেরর হয়ে ১৪ ম্যাচে তিন গোল ছাড়াও তিনটি এ্যাসিস্ট করেছেন। 

ইনজুরির কারনে এখনো জার্মানী দলের মূল একাদশের অনেকেই মাঠের বাইরে রয়েছে। ফরোয়ার্ড কেই হাভার্টজ, জামাল মুসিয়ালা, নিকলাস ফুয়েলক্রুগ, টিম ক্লেইনডিয়েনস্টের সাথে গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান ও ডিফেন্ডার এন্টোনিও রুডিগার ইনজুরিতে দলের বাইরে রয়েছেন। 

জার্মানীর আক্রনমভাগ সামলাবেন প্রিমিয়ার লিগের দুই ক্লাব লিভারপুলের ফ্লোরিয়ান রিটজ ও নিউক্যাসলের নিক ওল্টেমেড। 

আগামী ১৪ নভেম্বর এ্যাওয়ে ম্যাচে লুক্সেমবার্গ ও তিনদিন পর ঘরের মাঠে স্লোভাকিয়ার মুখোমুখি হবে জার্মানী। 

দুই ম্যাচে জিততে পারলে বাছাইপর্বে গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হবে জার্মানীর। গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করতে না পারলে মার্চে প্লে-অফে খেলার অপেক্ষায় থাকতে হবে। 

গ্রুপ-এ’তে জার্মানীর সাথে সমান ৯ পয়েন্ট সংগ্রহ করেছে স্লোভাকিয়া। গোল ব্যবধানে কিছুটা এগিয়ে শীর্ষে অবস্থান করছে নাগলেসম্যানের দল। 

সেপ্টেম্বরে ঘরের মাঠে স্লোভাকিয়া ২-০ ব্যবধানে জার্মানীকে পরাজিত করেছিল। 

জার্মান স্কোয়াড : 

গোলরক্ষক : নোয়াহ আতুবলু, অলিভার বওমান, ফিন ডাহমেন, আলেক্সান্দার নুয়েবেল

ডিফেন্ডার : ওয়াল্ডারমার এ্যান্টন, রিডল বাকু, ন্যাথানিয়ের ব্রাউন, জসুয়া কিমিচ, ফেলিক্স এনমেচা, আলেক্সান্দার পাভলোভিচ, ডেভিড রম, নিকো শোটারবেক, জোনাথন টাহ, মালিক থিয়াও

মিডফিল্ডার/ফরোয়ার্ড : করিম আদেইয়েমি, নাদিয়েম আমিরি, জোনাথন বুরকার্ডট, সাইল এল মালা, সার্জি গ্যানাব্রি, লিঁও গোয়েতজা, জেমি লেওয়েলিং, লেরয় সানে, কেভিন শাডে, ফ্লোরিয়ান রিটজ, নিক ওল্টেমেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
১০