বিপিএলের পাঁচ দলের নাম প্রকাশ করল বিসিবি

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ২০:০৩

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণকারী পাঁচ দলের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মালিকানা পরিবর্তনের সময় বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের নাম পরিবর্তন নতুন কিছু নয়। যা ভক্তদের হতাশ করে। 

বিপিএলের দ্বাদশ আসর পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে, সেটি দু’দিন আগেই ঘোষণা করেছিল বিসিবি। আনুষ্ঠিতভাবে আজ দলগুলোর নাম ঘোষণা করল বিসিবি। 

ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া শেষ হবার পর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে অনুমোদন দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 

পাঁচটি দলের মধ্যে দু’টির নাম অপরিবর্তিত রাখা হয়েছে। ঐ দু’টি দল হল - ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবেন রিমার্ক হারলেন এবং রংপুর রাইডার্সের দায়িত্ব থাকবে বসুন্ধরা কিংসের হাতে। 

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। দলটির নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম রয়্যালস। 

নাবিল গ্রুপের মালিকাধীন রাজশাহীর নাম হবে রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়াও সিলেট টাইটান্স ‘ক্রিকেট উইথ সামি'-এর মালিকানাধীন থাকবে। 

যদিও প্রাথমিকভাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিয়েছে বিসিবি। তবে পাঁচ কার্যদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেখাতে না পারলে ফ্র্যাঞ্চাইজিরা প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা। 

আগামী ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিএলের ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে।

বিপিএল দল :

১. ঢাকা ক্যাপিটালস
২. চট্টগ্রাম রয়্যালস
৩. রাজশাহী ওয়ারিয়র্স
৪. রংপুর রাইডার্স
৫. সিলেট টাইটানস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
১০