
রংপুর, ৬ নভেম্বর ২০২৫ (বাসস) : রংপুরে অনুষ্ঠিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উত্তেজনাকর ফাইনালে সুপার ওভারে দিনাজপুরের সানরাইজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুর কিংসম্যান।
বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট ক্রিকেট গার্ডেনে এই নাটকীয় ম্যাচে প্রথমে ব্যাট করার সুযোগ পায় কিংসম্যান।
নির্ধারিত ২০ ওভাবে ৬ উইকেট হারিয়েছে ১৭৬ রান সংগ্রহ করে তারা। ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সানরাইজ এক সময় চাপে পড়ে।
কিন্তু পরপর কয়েকটি ছক্কার মাধ্যমে খেলায় ফেরে দিনাজপুরের সানরাইজ। শেষ পর্যন্ত খেলা গড়ায় শেষ ওভার পর্যন্ত। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সানরাইজ।
এরপর শিরোপা নির্ধারনে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে ৬ বলে ১৩ রান করে দিনাজপুরের সানরাইজ। পরে ১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই বলে ২ রান এবং তৃতীয় বলে ছক্কা, চতুর্থ বল ডট, পঞ্চম বলে একরান এবং শেষ বলে আবারও ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেয় রংপুর।
ম্যান অব দ্য সিরিজ ও সেরা ব্যাটার নির্বাচিত হন রংপুরের অধিনায়ক সালাউদ্দিন পাপ্পু, সেরা বোলার হয়েছেন দিনাজপুরের রাইসুল ইসলাম অঙ্কন। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন রনি ফয়সাল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় আরো উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মো: হাসানুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফারহান তানভীর ফাহিম।
রংপুর বিভাগের ৮ জেলার ৮টি দলের অংশগ্রহণে গত ২২ অক্টোবর টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের আয়োজক রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।