লক্ষ্মীপুরে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে 

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩৩
আজ লক্ষ্মীপুরে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৬ নভেম্বর ২০২৫ (বাসস):  জেলার রামগতি উপজেলায় আজ প্রশাসনের অভিযানকালে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রামগতি উপজেলার চর আফজাল এলাকায় অভিযানকালে আমানত ইটভাটা, জেসমিন সারোয়ার ইটভাটা ও আবদুল ওয়াহাব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন- এর নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ও লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সহ পুলিশ ও র‌্যাব সদস্যরা অংশগ্রহন করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এদিন উপজেলার চর আফজাল এলাকায় অভিযানকালে আমানত ইটভাটা, জেসমিন সারোয়ার ইটভাটা ও আবদুল ওয়াহাব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানকালে ৫ টি ভেক্যু মেশিনের সাহায্যে এসব অবৈধ ইটভাটার চুল্লি, চিমনি এবং কাঁচা ইট বিনষ্ট করে দেয়া হয়েছে।

লক্ষ্মীপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, জেলার রামগতি ও কমলনগর উপজেলায় ৫১ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৪৯ টি ইটভাটা অবৈধ। জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। 

টানা ৭ দিন এ অভিযান চলবে। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে আবার চালু করতে না পারে, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
১০