চাদে পানি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩৩

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : মধ্য আফ্রিকার দেশ চাদের একটি গ্রামে পানি নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। বুধবার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।

এন’জামেনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চাদের সরকারি সম্প্রচার মাধ্যম ওনামা জানিয়েছে, গত মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমে প্রতিবেশী বাহর-আল-গাজেল এবং হাদজের-লামিস প্রদেশের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সরকারের জ্যেষ্ঠ একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে জানান, দুই সম্প্রদায়ের দাবিকৃত জায়গা নিয়ে এই বিরোধের সূত্রপাত। সংঘর্ষে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ওনামা জানিয়েছে, বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি দলকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সরকারি কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও সেখানে উত্তেজনা বিরাজ করছে।

জ্যেষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন, ওই অঞ্চলে ১৯৯৯ ও ২০০৪ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেসব ঘটনায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছিল।

চাদে আন্তঃসম্প্রদায়িক সহিংসতা সাধারণ ঘটনা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে জমি, পানি ও গবাদি পশু নিয়ে বিরোধ থেকেই বেশিরভাগ সংঘর্ষের সূত্রপাত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
১০