চাদে পানি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩৩

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : মধ্য আফ্রিকার দেশ চাদের একটি গ্রামে পানি নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। বুধবার একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।

এন’জামেনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চাদের সরকারি সম্প্রচার মাধ্যম ওনামা জানিয়েছে, গত মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমে প্রতিবেশী বাহর-আল-গাজেল এবং হাদজের-লামিস প্রদেশের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সরকারের জ্যেষ্ঠ একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে জানান, দুই সম্প্রদায়ের দাবিকৃত জায়গা নিয়ে এই বিরোধের সূত্রপাত। সংঘর্ষে ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ওনামা জানিয়েছে, বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি দলকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সরকারি কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও সেখানে উত্তেজনা বিরাজ করছে।

জ্যেষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন, ওই অঞ্চলে ১৯৯৯ ও ২০০৪ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেসব ঘটনায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছিল।

চাদে আন্তঃসম্প্রদায়িক সহিংসতা সাধারণ ঘটনা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে জমি, পানি ও গবাদি পশু নিয়ে বিরোধ থেকেই বেশিরভাগ সংঘর্ষের সূত্রপাত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
১০