রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৩:১৪ আপডেট: : ১৩ আগস্ট ২০২৫, ১৩:২৭
ছবি: বাসস

রাজবাড়ী, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। 

রাজবাড়ী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে’র যৌথ উদ্যোগে আয়োজিত "প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এ প্রতিপাদ্যে পালিত হয় যুব দিবস।

জুলাই অভ্যুত্থানে শহীদের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়।

প্রযুক্তির মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে যুবকদের শপথ বাক্য পাঠ করান, প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবব্রত কুমার। বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। 

যুবকদের মধ্যে বিভিন্ন ট্রেডে দক্ষ ১৫ জন যুবকের মধ্যে ১২ লাখ টাকার ঋণের চেক এবং সেলাই মেশিন চালনায় দক্ষ এমন ৩ জন শিক্ষার্থী মহিলার মধ্যে সনদ পত্র প্রদান করা হয়। 

যুব উন্নয়ন কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, জেলা প্রশাসক।
এসময় তিনি বলেন, আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত, আমাদের রাজবাড়ীর যুবক মিজানুর রহমান মিলন। সে রাজবাড়ী জেলা সদরের একজন সফল উদ্যোক্তা। তিনি মাত্র দুই লাখ টাকা যুব উন্নয়ন থেকে ঋণ নিয়ে আজ প্রায় ২ কোটি টাকার মালিক। দক্ষতা, যোগ্যতা, মেধা এবং কঠোর পরিশ্রমে সফলতা একদিন আসবেই। আমাদের বেকার যুবকদের জন্য সে একজন দৃষ্টান্ত। এখন সে আট শতাংশ জমি থেকে ৫ হাজার লেয়ার মুরগির মালিক হয়েছেন।

মিজান বাসস’কে জানান, আমার বিশ্বাস, সততা, কঠোর পরিশ্রম মানুষের সৌভাগ্যের চাবি কাঠি। তিনি জানান, মাত্র ৮ শতাংশ জমিতে কার্যক্রম শুরু করেছিলাম। মাছ চাষ, মুরগির খামার ও সবজি চাষে প্রতি মাসে ৯০/৯৫ হাজার টাকা লেবার পেমেন্ট দেই। ১০ জন যুবক আমার খামারে কাজ করেন। তিনি আরও বলেন, এসব ব্যাবসার আয় থেকে এখন তিন একর জমির মালিক আমি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের ভাটিয়ারিতে ১২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
১০