হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদনে ট্র্যাইব্যুনাল বললেন ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে’

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৫৭ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৬:০৮
আইনজীবী জেড আই খান পান্না। ফাইল ছবি

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : শেখ হাসিনার চলমান মামলায় জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ বলেছেন, ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে।’

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আইনজীবী নাজনীন নাহার বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলা মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চান। উনি অসুস্থ তাই ওনার পক্ষে আমি এই আবেদনের বিষয়টি তুলে ধরছি।

এ সময় ট্রাইব্যুনাল-১ বলেন, উনি (জেড আই খান পান্না) এই নির্দিষ্ট মামলায়ই আসতে চাচ্ছেন কেন? আর ওই মামলায় তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এখন আছেনই। আমরা আগে তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অনেক খুঁজেছিলাম। তখন তো উনি আসেননি। আর কোন মামলায় আমরা কাকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী করব, সেটা আমাদের এখতিয়ার।

একপর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আইনজীবী জেড আই খান পান্না’র রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হবার আবেদন প্রসঙ্গে বলেন, ট্রেন স্টেশন ছেড়ে গেছে। ট্রেন যাবার পরে আপনি স্টেশন মাস্টারকে বললেন, আমি ট্রেনে যেতে চাই। এটা কি হয়?

এরপর ট্র্যাইব্যুনাল-১ আইনজীবী নাজনীন নাহারকে বলেন, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাইলে ওনার সিভি উনি দিতে পারেন। অন্য কোনো মামলার ক্ষেত্রে আমরা ওনার বিষয়টি দেখব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
১০