মানিকগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সভায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এতে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল সাবরিনা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমীর হোসেন, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াশ মাহমুদ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ মোল্লা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন।