ব্রাজিলের কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৩:৫৩

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): ব্রাজিলের দক্ষিণে একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে মঙ্গলবার নয়জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

রিও ডি জেনেইরো থেকে এএফপি জানায়, বিস্ফোরণে ছয় পুরুষ ও তিন নারী নিখোঁজ হন। পারানার জননিরাপত্তা সচিব কর্নেল হাডসন সাংবাদিকদের বলেন, ‘ওই স্থানে থাকা নয়জনের মধ্যে জীবিত খুঁজে পাওয়ার আর কোনও আশা নেই।’

পারানা দমকল বিভাগের প্রকাশিত ছবিতে রাজ্যের রাজধানী কুরিটিবার মেট্রোপলিটন এলাকায় স্থানীয় সময় সকাল ৬ টার দিকে (গ্রিনিচ মান সময় ০৯০০ টায়) বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে ঢেকে যাওয়া বিশাল এলাকা দেখানো হয়েছে।

নিরাপত্তা বাহিনী নিখোঁজদের সন্ধানে কুকুরের সহায়তা নিচ্ছে। আহত সাতজনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দমকল বিভাগের মুখপাত্র লুইসিয়ানা গুইমারেস বলেন, ‘বিস্ফোরণের এলাকাটি মারাত্মকভাবে ধ্বংস হয়েছে।’

প্রায় ১.৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে, কিছু বাড়ির জানালা ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষের জানায়, কাছাকাছি বেশ ক’টি শহরের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে।

কারখানার মালিকানাধীন সংস্থা এনএক্স ব্রাসিলের নির্বাহীরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তারা আরও জানায়, সংস্থাটি ভুক্তভোগী ও তাদের পরিবারকে মানসিক যত্ন প্রদানের প্রস্তাব দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের ভাটিয়ারিতে ১২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
১০