নাটোরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:৪৮
বুধবার সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা উপলক্ষে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়। ছবি : বাসস

নাটোর, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ থেকে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। 

আজ সকাল সাড়ে দশটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্রে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,  কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা।

সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনকে সজীব ও সুন্দর করে, নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে, সর্বোপরি পরিবেশের সুরক্ষা করে। বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। তাই সকলের উচিৎ বেশী করে বৃক্ষরোপণ করা। 

এরআগে কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০