নাটোরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:৪৮
বুধবার সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা উপলক্ষে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়। ছবি : বাসস

নাটোর, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ থেকে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। 

আজ সকাল সাড়ে দশটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্রে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,  কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা।

সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনকে সজীব ও সুন্দর করে, নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে, সর্বোপরি পরিবেশের সুরক্ষা করে। বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। তাই সকলের উচিৎ বেশী করে বৃক্ষরোপণ করা। 

এরআগে কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
আসবাবপত্র শিল্পের বিকাশ ও রপ্তানি বাজার সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে সরকার : বাণিজ্য উপদেষ্টা
পিএসসি’র সদস্য পদে নিয়োগ পেলেন আফতাব হোসেন প্রামাণিক
রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক
সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা
দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক গাজা ঘোষণাপত্রে সই করেছে
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নারায়ণগঞ্জে প্রায় সাড়ে ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ ২ পাচারকারী আটক
ইতালিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশি কমিউনিটি নেতাদের সাক্ষাৎ
১০