নাটোরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:৪৮
বুধবার সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা উপলক্ষে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়। ছবি : বাসস

নাটোর, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ থেকে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। 

আজ সকাল সাড়ে দশটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্রে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,  কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা।

সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনকে সজীব ও সুন্দর করে, নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে, সর্বোপরি পরিবেশের সুরক্ষা করে। বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। তাই সকলের উচিৎ বেশী করে বৃক্ষরোপণ করা। 

এরআগে কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামের ভাটিয়ারিতে ১২০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩০
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
১০