নাটোরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:৪৮
বুধবার সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা উপলক্ষে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়। ছবি : বাসস

নাটোর, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ থেকে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। 

আজ সকাল সাড়ে দশটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্রে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন,  কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা।

সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনকে সজীব ও সুন্দর করে, নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করে, সর্বোপরি পরিবেশের সুরক্ষা করে। বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। তাই সকলের উচিৎ বেশী করে বৃক্ষরোপণ করা। 

এরআগে কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ শেষে মেলার মাঠে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
১০