চুরি রোধে তিন জেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৩:৪৬

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় ঢাকার কেরানীগঞ্জে, নারায়ণগঞ্জ ও সাভারে গ্যাস চুরি রোধের লক্ষ্যে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়।

সাভারের আশুলিয়া এলাকায় দু’টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযানে ইকো ড্রাই লন্ড্রি, এইচপি ডেনিম টেকনোলজি এবং গ্রীন লন্ড্রি নামের তিনটি প্রতিষ্ঠানের ৩টি অবৈধ বাণিজ্যিক সংযোগ এবং ৯টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিকে, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পরিচালিত অভিযানে ঢাকেশ্বরী রোড ও জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজসংলগ্ন এলাকা থেকে ৩০টি আবাসিক এবং কিছু বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজসংলগ্ন এলাকায় তিনটি মোবাইল কোর্ট মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় পরিচালিত অভিযানে তিনটি নামবিহীন অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ৩টি বুস্টার, ২টি পাইপ বার্নার এবং ২৬০ ফুট জিআই পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এসব অভিযানের মাধ্যমে মোট ২১ লাখ ৬১ হাজার ১৯৯ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক আলোচনা সভা
শুল্ক পরিবর্তনের ফলে বিদেশে উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ
ভূমি অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: উপদেষ্টা আলী ইমাম মজুমদার 
ইউক্রেন ইস্যুতে অনলাইন শীর্ষ সম্মেলন করবেন ইউরোপীয় নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
১০