ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মো. আব্দুর রশিদ বখতিয়ার (৪৭) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।