সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২৩:৫৯

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, রাঙ্গামাটিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাপ্তাই-কারিগরপাড়া-বিলাইছড়ি রাস্তা নির্মাণে কমিশন বাণিজ্য, টেন্ডার জালিয়াতি ও ভুয়া বিল উত্তোলনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয় এবং নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে রাস্তার সরেজমিন পরিদর্শন করা হয়। 

এ ছাড়া বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে জেলা কার্যালয়, বাগেরহাট থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে, রোগীদের প্রদত্ত ওষুধ ও খাবারের মান যাচাই করে এবং কয়েকজন রোগী ও চিকিৎসকের বক্তব্য গ্রহণ করে। সেবার মানোন্নয়নে পরামর্শ প্রদান করা হয়। 

এদিকে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে দলিল লেখকদের নিকট রেজিস্ট্রেশন খরচ জানতে চাইলে তারা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি অর্থ দাবি করে।

অতিরিক্ত অর্থ দাবিকারীদের তালিকা সংগ্রহ করা হয় এবং সেবা নিতে আসা গ্রাহকদের সাথে কথা বলা হয়। কার্যালয়ে সিটিজেন চার্টারে সরকার নির্ধারিত ফি প্রদর্শন নিশ্চিত করা হয়। গ্রাহক হয়রানি বিষয়ে সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০