ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): ইরাকে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের পর আজ মঙ্গলবার সবগুলো প্রদেশে সরবরাহ পুনরায় চালু হয়েছে। দেশটির সরকারি একজন কর্মকর্তা এএফপিকে জানান, দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের একদিনের মধ্যেই গ্রিড সম্পূর্ণভাবে চালু হয়েছে।
বাগদাদ থেকে এএফপি এ খবর জানায়।
ইরাকে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা নতুন নয়। অত্যধিক দুর্নীতি ও জরাজীর্ণ সরকারি অবকাঠামোর কারণে মাঝে মাঝেই দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট হয়। বিদ্যুৎ বিভ্রাটের কবল থেকে রেহাই পেতে বেশিরভাগ পরিবার ব্যক্তিগতভাবে জেনারেটর ব্যবহার করে।
গতকাল সোমবার দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, উচ্চ তাপমাত্রা বিরাজ করায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধির ফলে ট্রান্সমিশন লাইন বন্ধ হয়ে যায়। একপর্যায়ে সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা আজ এএফপিকে বলেন, ‘মধ্যরাত থেকে সকল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।’
ওই কর্মকর্তা আরো বলেন, ‘ধীরে ধীরে সবখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। কারবালায় শিয়া মুসলিমদের বিশাল জমায়েত আছে, সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরানোয় অগ্রাধিকার দেওয়া হয়।’
তিনি আরো বলেন, ‘রাজধানী বাগদাদে স্বাভাবিক সময়ের তুলনায় ৯৫ শতাংশ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।’ অর্থাৎ, স্বাভাবিক সময়ের তুলনায় সেখানে ৫ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কম এখন।
ইরাকে সর্বোচ্চ গ্রাহক চাহিদার সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে ৫৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এই প্রথম এ মাসে দেশটি ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হয়েছে এবং এখন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বর্তমানে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।’
গতকাল সোমবারের বিভ্রাট সংশ্লিষ্ট ত্রুটি চূড়ান্তভাবে সমাধানের পর উৎপাদন ২৭ হাজার মেগাওয়াটে পৌঁছাবে বলে আশা করেন তিনি।