আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:৫৬

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণের পরিকল্পনা উপস্থাপন করতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। 

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সাথে আনফ্রেলের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। 

আনফ্রেলের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, ক্যাম্পেইন অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়রাথনা এবং বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি প্রোগ্রামের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা এনায়েত এমি প্রমুখ।

আফসানা এনায়েত এমি জানান, সিইসির সাথে বৈঠকটি ছিল অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। সিইসি বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে আনফ্রেলের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। 

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় সুশীল সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আনফ্রেলের চলমান কর্মশালার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে একটি আঞ্চলিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনের আয়োজন করার ঘোষণা দেয়া হয়। ওই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচন কমিশনাররা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত বিনিময় করবেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
১০