আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:৫৬

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণের পরিকল্পনা উপস্থাপন করতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। 

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সাথে আনফ্রেলের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। 

আনফ্রেলের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, ক্যাম্পেইন অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়রাথনা এবং বাংলাদেশ ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি প্রোগ্রামের প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা এনায়েত এমি প্রমুখ।

আফসানা এনায়েত এমি জানান, সিইসির সাথে বৈঠকটি ছিল অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক। সিইসি বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে আনফ্রেলের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। 

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় সুশীল সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আনফ্রেলের চলমান কর্মশালার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে একটি আঞ্চলিক অভিজ্ঞতা বিনিময় সম্মেলনের আয়োজন করার ঘোষণা দেয়া হয়। ওই সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নির্বাচন কমিশনাররা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থাপনার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত বিনিময় করবেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০