
মানিকগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও মানবতাবাদী ভ্যালেরি অ্যান টেইলর গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসক ড. মানওয়ার হোসেন মোল্লা’র সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, মানবিক সেবা কার্যক্রম এবং মানিকগঞ্জে সিআরপি’র কার্যক্রম সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- সিআরপি’র সিভিল ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ, রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার শোভন পারভেজ, মানিকগঞ্জ সিআরপির ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও অধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনোরন কান্তি চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।