ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫৪

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা পরিকল্পনায় অংশগ্রহণের লক্ষ্যে তুরস্কের আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের  নিরাপত্তায়  একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তুরস্কের ভূমিকা রয়েছে।

হেলসিংকি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের ১৫০ বিলিয়ন ইউরো (১৭৬ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ‘সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ (সেফ )’ নামক প্রতিরক্ষা পরিকল্পনায় অংশ নিতে চায়। এটি  ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গঠিত একটি ব্যবস্থা।

ফিদান হেলসিংকিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘তুরস্ক একটি ন্যাটো মিত্র দেশ, যা ইউরোপের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং এই কাঠামোর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুরস্ককে ইইউ’র প্রতিরক্ষা ও নিরাপত্তা উদ্যোগে অন্তর্ভুক্ত করা হোক।’

সেফ উদ্যোগে যোগদানে তুরস্ক প্রযুক্তিগতভাবে যোগ্য হলেও এর জন্য ইইউ’র ২৭টি সদস্য দেশের সম্মতি প্রয়োজন। এতে গ্রিস বাধা দেওয়ার হুমকি দিয়েছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন তুরস্কের যোগদানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় সমান শর্তে অংশগ্রহণ এই মুহূর্তে আমাদের অত্যন্ত প্রয়োজন।’

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সেফ উদ্যোগে প্রবেশের জন্য আঙ্কারা বার্লিনের সহায়তা পাওয়ার আশা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
চট্টগ্রামে মামলার দ্রুত নিষ্পত্তিতে কাজ করছেন আদালত
১০