লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫৬

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন। ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়ার পর এ ঘটনা ঘটেছে।

বৈরুত থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের দক্ষিণাঞ্চলের বুর্জ রেহালে একটি গাড়িতে ‘ইসরাইলি শত্রুর হামলায়’ একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলাটি একটি স্কুলের কাছে রাস্তায় আঘাত হানে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ‘আতঙ্ক ও ভীতি’ ছড়িয়ে পড়ে।

ইসরাইলি সেনাবাহিনী এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে।

রোববার ইসরাইল সতর্ক করে বলেছে, তারা হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও জোরদার করবে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, হিজবুল্লাহ ‘আগুন নিয়ে খেলছে, আর লেবাননের প্রেসিডেন্ট সময়ক্ষেপণ করছেন।’

যুদ্ধ চলাকালে হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননকে ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য চাপ দিয়েছে।

মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরাইলের সঙ্গে আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ইসরাইল এখনো তার অবস্থান স্পষ্ট করেনি এবং হামলা চালিয়ে যাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
১০