চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির ন্যায্য বণ্টন দাবি 

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২০:৩৩ আপডেট: : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৩৮
ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : পদ্মা নদীর পানির ন্যায্য বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সমাবেশ হয়। এ সময় পদ্মা নদীর পানি ন্যায্য বণ্টনের দাবিতে ব্যানার ফেস্টুন হাতে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। 

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আশরাফুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা। 

প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সাবেক এমপি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম। 

সমাবেশে বক্তারা বলেন, ভারত পদ্মায় ফারাক্কা ব্যারেজ তৈরি করে গঙ্গা-পদ্মার ন্যায্য পানির অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে। শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির দরকার হয় তখন ভারত ব্যারেজের সবকয়টা দরজা বন্ধ করে দেয়। এতে এ অঞ্চলে পানি শূন্যতা দেখা দেয়, আবাদি জমি শুকিয়ে যায়, ফসল মারা যায়। কিন্তু বর্ষা ও বন্যা মৌসুমে তারা ব্যারেজের দরজাগুলো খুলে দেয়। ফলে আমাদের এলাকায় বড় বন্যার সৃষ্টি হয়। বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যায়। কিন্তু এসব আর হতে দেওয়া হবে না। আমরা গঙ্গা-পদ্মার পানির ন্যায্য বণ্টন চাই। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. তোসিকুল আলম তোসি, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
১০